রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় ‘লাইব্রেরি’ : ড. দেবব্রত বিশ্বাস
সারসংক্ষেপ জ্ঞান জগতের প্রায় সব ক্ষেত্র নিয়েই রবীন্দ্রনাথ অল্পবিস্তর ভেবেছেন। সেই চিন্তার ফসল লেখনীর কাঠামোয় বাঁধা পড়ে প্রতিনিয়ত আমাদের সমৃদ্ধ করছে। গ্রন্থাগার বিষয়ক দুটো সংক্ষিপ্ত প্রবন্ধের মধ্যে গহীন জ্ঞানের ডাক শোনা যায়। তাঁর রচনার বিপুল ব্যাপ্তির মধ্যে লাইব্রেরির উল্লেখ বারংবার…