Near to Nature

“আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি-খালি লাগিত। তারপর গাছ, পাখী, কীট পতঙ্গদিগকে ভালবাসিতে শিখিয়েছি। সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। এই যে গাছগুলি কোন কথা বলে না, ইহাদের যে আবার একটা জীবন আছে, আমাদের মত আহার করে, দিন দিন বাড়ে,আগে এ সব কিছুই জানিতাম না; এখন বুঝিতে পারিতেছি । এখন ইহাদের মধ্যেও আমাদের মত অভাব, দুঃখ-কষ্ট দেখিতে পাই ।”                                জগদীশচন্দ্র বসু  

Environment and humans are inseparably united. We cannot survive or sustain without a healthy natural environment and ecosystem.  Therefore it is important for us to realize that we need to protect our over exploited and polluted environment, neglected ecosystems, vulnerable forests and endangered biodiversity. We have been promoting education and awareness through our multi-disciplinary programs on environment and ecosystem conservation, restoration and protection. We have been promoting developments of cross-disciplinary nature-based forums from our platforms to allow academics and students from various related and unrelated disciplines to work together. We have been encouraging and supporting participants to develop sustainable solutions, models, protocols and guidelines for protecting environment.